লু সাহেবের সফরে খাবে না সুশি ...
সরকারী ও বিরোধী দল বেশ খুশী!
অন্য একটি দেশের বহু চিন্তা কেন?
তাদের হিসাব কষার এ সময় যেন!
গত সফরে দৌড়াদৌড়িতে ছিল ভয়,
নিজ দেশ স্বার্থে! এদেশের জন্য নয়!
দেশের দলগুলোর উপর ভরসা নাই!
ভুলে যায় কেন তারা যে দেশের ভাই...
বিদেশ নির্ভর রাজনীতিতে কোন লাভ?
নিজ ক্ষতি করে আঙ্কেলকে ডাকে বাপ!
ভীনদেশীর সফরে থাকবে চোখের জাগ,
কুকর্ম করলে, বলি না দেশ থেকে ভাগ?