ছাত্র-জনতা আন্দোলন করেই জিতে গেছে,
ডিগবাজী দেয়া লোকেরা আছে কিন্তু পিছে!
সর্ব স্তরের লোকের আশার আলো জ্বলে না...
গণ-মানুষের জয় এ দেশে হবে কিন্তু মিছে!


শেখ হাসিনার পতনের পর ছাত্ররা এখন হাটে না স্বপ্নে ভাসা...
মহাকাশচারীরা হাঁটে বা ভেসে বেড়ায় চাঁদে অভিকর্ষের মাত্রা পৃথিবীর প্রায় এক ষষ্ঠাংশ  আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মহাকাশচারীদের মতো ভাসতে পারেনি , তারা হাঁটার পরিবর্তে ভাসার প্রবণতা দেখায়।