তোমরা চাকুরি পেতে করছো আন্দোলন ...
দেশ আছে বহু সঙ্কটে,বুঝে না কেন মন?
কোটাতে মহিলা থাকুক, কেউ রাজী নয়?
প্লেকার্ডে পোস্টারে বাংলা নেই, এত ক্ষয়!
আন্দোলনের ভাষা, বেশী ইংরেজী যেন ...
হতো বাংলা ভাষার ব্যবহার, নেই কেন?

দুর্নীতির ব্যাপারে তোমরা কি বলো কথা,
ভোট দিতে পারোনি, নেই কি কোন ব্যথা?
সামাজিক মাধ্যমে ই তোমাদের সময় নষ্ট...
পড়া-লেখাতে মন দিলে কখনো হবে কষ্ট?

ইউটিউবের সংবাদে, ফুটে কত ইংরেজী,
দেশ বিদেশে দেখছো হাজার সাপ বেজী?
ভার্সিটির শিক্ষকরা নতুন স্কীমে যে ধর্মঘট...
ক্লাস না করতে পেরে করছো কি ছটফট?

হয়ে যেতে চাও কেন সবাই এখন গাজী?
না বু্ঝে কর্ম-কাণ্ড, হচ্ছো তোমরা রাজী!
কাঁঠাল না খেয়ে চেরী ফল, দেশ দুর্বল!
দেশ গঠনে বাংলা ভাষা আগে,হবে বল।

-----------------------------------------
নতুন আশার আলো
---------------------
নব্য স্বইরাচারের পতন
আন্দোলনের মুখে টিকতে না পেরে পলায়ন
আওয়ামী নেতাদের বাড়িতে বাড়ীতে আক্রমন
ভারতের দিকে চীন-পাকিস্তান