মানুষ অনন্ত কাল থেকেই হেঁটে চলছে...
পায়ে চলা না, অন্য কিছুর কোন পথে?
শেষ পর্যায়ে জানে, সবাই তো বলছে!
কিছুই করার নেই ছিলো যে ভুল রথে...

এত দিনের চলার পথ, কিসের মোহে?
হিসেব করার সময় নেই, এত কী ভুল!
সব কিছু মিথ্য! বসবাস করে যে গ্রহে,
কখনো ছিল না সজাগ,এ কারণ, মুল!