চলে গেছে মাসি, এসেছে খোদার খাসি...
ধর্মের ষাঁড় চারদিকে তারা বাজায় বাঁঁশি!
বাঁশের চেয়ে কঞ্চি বড়,দেশে সদা দেখি...
আন্দোলনের নামে আদিখ্যেতা কী শিখি?
ঠিক সমস্যার ছ'কড়া ন'কড়া কান মলে,
ক-অক্ষর গোমাংসদের কথন খাঁটি বলে।
বুদ্ধির ঢেঁকি রা ক্ষমতায়, ছেড়ে দে বাঁচি...
বাঘের মাসিরা নেই সরকারে,আছে চাচী!
ধর্ম-ব্যবসায়ীরা শুয়ে বসে শুধু খাবে ঘি...
অপশক্তিরা রাঙা শুক্রবার চলে যাবে কি?
জনতার হাত জুড়ানো আর হবে না গান,
ঢাকের কাঠির অপসাংবাদিকতা অবসান!
ধনী দের হাত ভারি! বিলাচ্ছে বহু সুবাস...
মাছরাঙার কলঙ্কিনীর সুদূরে কী দীর্ঘশ্বাস!