চোরের বন্ধু পুলিশ, ভয়!
ডাকাতের বন্ধু কারা হয়?
পুলিশ, জনতার বন্ধু কয়।
ওদের সবার অর্থের জয়!
চোরেরা কেন চুরি করে?
এখন পুলিশ যাকে ধরে...
পুলিশ জানে কে ডাকাত?
বিবেকের ভীষণ আঘাত!
চোর নেই আছে ডাকাত,
ডাকাতের সেবা দিনরাত!
কারা বানাচ্ছে এত চোর?
টাকা যাচ্ছে সবার দোর!
মাছের রাজা নদীর ইলিশ,
দেশের রাজা কেন পুলিশ?
চোর ডাকাত পুলিশ খেলা...
দেশে এখন আসলো বেলা!