এবারের নির্বাচনে সংসদ সদস্য হতে চায় ওরা!
খেলোয়াড় নায়ক-নায়িকা গায়ক-গায়িকা যারা।
আর আছে অবসরপ্রাপ্ত আধিকারিক ও ব্যবসায়ী...
চুরি সন্ত্রাস অপচয় ও দুর্নীতি তে কারা হবে দায়ী?

কি বা হবে দেশের এসব লোকজন নির্বাচিত হলে?
অভিনেতারা কাজ করবে! তাদের অভিনয়ের বলে...
খেলোয়াড়দের রাজনীতি টা হবে অন্য খেলা খেলে!
কন্ঠশিল্পীরা সংসদ মাতাবে গানের কি সুর ঢেলে?

ব্যবসায়ী রা সাংসদ হয়ে দেশের ব্যবসাতে প্রভাব...
খাদ্য-দ্রব্যের মূল্যবৃদ্ধিতে দেশে কমাবে কি অভাব?
সামরিক ও পুলিশ কর্মকর্তা সাংসদ হবে আমাদের,
হাজার কোটি খরচ টা দেশের!লাভ টা হবে কাদের?