বলেছে, লজ্জা থাকে না পাগলের নাকি,
কখনো কি তারা মানুষ কে দেয় ফাঁকি?
দেশের ব্যাপারে ওরা অনেক কথা বলে ...
আত্ম-স্বার্থ চরিতার্থ! কৌশলে বলেছলে
তাদের তো অবশ্যই লজ্জা থাকা দরকার!
কিন্তু ওরা ই যেন লজ্জাহীনতায় একাকার...
নিজেকে সংস্কার না করে করতে কমিটি?
জনপ্রিয়তার পারদে পড়েছে কত মাটি...
ওরা ক্ষমতার কিছুটা স্বাদ পেয়ে গেছে?
ছোট টা চেয়ে ই পেয়েছে কিন্তু বহু বড়...
আন্দোলনে অন্যরা বলছে ওদের ধরো।
ওদের শরীরে মীর জাফরের কত মজ্জা,
যত সব বলি না কেন,ওদের নেই লজ্জা!