পঞ্চাশ টি দিবস পার হয়ে গেল পতিত সরকারের,
এখনো কিন্তু 'স্বৈরাচারী' আখ্যা দেয়া হচ্ছে তাদের!
সরকার টা চেয়েছে শুধুই ধরে রাখতে তার ক্ষমতা,
বিরোধী দলের লক্ষ্য ছিল সিংহাসন,কোথায় সততা?

চৌদ্দ-আঠার সালের নির্বাচনে দিতে পারেনি ভোট,
বিরোধী দলের জন-সম্পৃক্ততা না,বহু কালো কোট...
এক-এগার-র ঘটনা টি কেন ঘটে সেটা সবার জানা,
ভালো হত দেশ-স্বার্থে নির্বাচনে গেলে,করেছে মানা?

ক্ষমতাসীন দলটাকে পরোক্ষ সাহায্যে বিরোধী দল!
স্বৈরাচারী হবার সমস্ত সুযোগে খেয়েছে কত ফল...
দেশের টাকা তছরুপ করে, বঞ্চিত হয়েছে জনগণ,
তত্ত্বাবধায়ক সরকার চাওয়া! কারা করেছিল পণ?

পতিত সরকার নির্বাচন নিয়ে করেছে অনেক খেলা,
বিরোধী দল পারেনি, ছাত্র আন্দোলনের কত ঠেলা!
জনগণের নাড়ী বুঝতে পারেনি তথাকথিত সব দল,
নয়া সরকারে শ্রমজীবীদের স্থান নেই!ছাত্র শুধু বল?