আমাদের এ দেশে বিপ্লবী নামে এখন খুব ভয়ংকর তারা...
পুলিশকে মারেনি শুধু, তাদের ঝুলিয়ে দিয়েছিল যারা...
একটি গণ মাধ্যমে স্বামী হারা সহধর্মিণী দের কথা _
পাঁচ জনের কান্না-আকুতি কষ্টের বিবরণী ও ব্যথা!
নয়া অবৈধ সরকার কিছুই করেনি তাদের জন্য,
মাছ-মাংস-তরকারী দূরের কথা!জুটে না অন্ন!
এমন কী ছিল, ওরা করেছে আন্দোলন...
কিসের বিপ্লব টা,কোথায় ওদের মন?
তিনি ই নাকি ছিলেন অধ্যাপক,
দেশ চালাতে কেন আহাম্মক?
কিসের নতুন বাংলাদেশ?
কিন্তু আছে যে ওরা বেশ...
আমার সোনার দেশ!
করবে ওরা শেষ?
পাখির গান...