ইবলিসও অবাক হয়ে যায় ওদের কার্য-কলাপ দেখে!
অসহায় লোকদের হত্যা! জিঘাংসার লাল রক্ত মেখে,
পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী আচরণ দেখছে বিশ্ববাসী!
ফিলিস্তিনে বর্বরতা! মহাক্ষণে অতীত ইতিহাস শেখে l