এখন ভাল লোক কি রাজনীতি করে?
তাদের কারণে ন্যায়বান মানুষ মরে!
এতিক্ষণে চারদিকে কতই মিথ্যাচার,
সত্য কথনে তাদের কিন্তু হবেনা হার!
রাজনীতি হলো ব্যবসা! অন্য কিছু নয়,
অসহায় মানুষ ওদের কে পায় যে ভয়!
দেশের জন্য কূটনীতি! এড়িয়ে পরদেশ...
নিজ স্বার্থে অস্থানিক! দেশ টা হবে শেষ!
গরীব-দুঃখীর জন্য চিন্তা নেই, রাজনীতি?
সরকারী ও বিরোধী নেতা! দেখলে ভীতি!
দল করে সবাই দালান কোঠা বানায় কত...
দেশ-প্রেমিক অসৎ কাজে করে মাথা নত?