মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের নাকি বিচার করা হবে!
পতিত সরকারের কাছে নতি স্বীকার! উপলব্ধি কবে?
সেনাবাহিনী ঝুঁকি না নিলে তাদের আজকে নয়া দল!
দু' দিন পর পরই বাজে মন্তব্য করছে, এ কেমন ছল?
আজ তারা হুমকি দেয় প্রধান উপদেষ্টা কে,কী ধৃষ্টতা!
জুলাই-আগস্টের অভ্যুত্থানে আহতরা যন্ত্রনায়,শঠতা!
বিদ্রোহ-অংশীরা বিকলাঙ্গ!তাদের সাহায্য কারা করে...
ইফতার পার্টিতে আটচল্লিশ লক্ষ টাকা ব্যয়, কে ধরে?
বিনা পরীক্ষায় পাশের দাবী ছাত্রদের তখন বাড়াবাড়ি!
তদ্বির- বাণিজ্য নিয়ে ব্যস্ত,ক্ষমতাকে নিয়ে কাড়াকাড়ি।
পাঁঁচ ই আগষ্ট সরকার না সরলে, অন্য যুদ্ধ, দিয়ে অস্ত্র...
তারা কারা? এই দেশের মানুষ জেনে গেছে,দেখে বস্ত্র!