বৃষ্টির সাথে আমার বন্ধুত্ব অন্য রকম ...
বাদলে তাই আমি কাঁদি, প্রাণে জখম!
বর্ষণ ছাড়া ক্রন্দন কে কেউ কি দেখে?
এটা শেষ, মনে মনে বহু কিছুই লেখে!

বৃষ্টি আমার কান্না কে জানুক,ক্ষতি নেই!
পরিবর্তন নেই! যা ছিলাম আগের সেই।
বৃষ্টির জানা, আমার সব দুঃখ আর কষ্ট...
লোক চক্ষু র অন্তরালে অনেক কিছু নষ্ট!

বৃষ্টির সাথে আমি করেছি এক মিতালী,
অন্যদের মত সে আমাকে দেয় না গালি!
বৃষ্টি টা আমার কাছেই খুব বেশী আপন...
তাই তো সে জানে, আমার কত গোপন!