সময় হল, কিন্তু পড়ছিল না!
কে সে?
নামতে দেরি তো ...
তার আরেক টা নাম আছে...
সেটার নাম রহমত!
সৃষ্টিকর্তার নামও রহমত!
মানুষ খোদাকে ডাকে না...
তবে বিপদে পড়লে ডাকে!
আল্লাহ তা' আলা কে না ডাকলেও
কিন্তু তিনি কত রহমত দিয়েছেন ও দিচ্ছেন!
মানুষ কি জানে?
বৃষ্টি কখনো দেরি করে নামে না!
সময় মতো...