অনেক মানুষ অপরাধ করে...
দেশের পুলিশ তাদের ধরে!
ধরা পড়লে কিন্তু তদন্ত হয়!
ভালো কাজ করতে কি ভয়?
একদিন শুরু বিচারের কাজ...
সুবিচার নেই!কোথায় লাজ?
পুলিশের অনেকে কাজ করে,
আসল টাকে না, নকল ধরে!
কাজের বাইরে করে অপরাধ,
চোর ধরবে! বহু দিনের সাধ!
আইন আসলে ই সবার জন্য...
কিসের জন্য ইনসান রা বন্য?
পুলিশের তবে হয় না বিচার!
কে খাওয়াচ্ছে তাহলে আচার?
দণ্ড দেয়া হয় না দেশে সবার...
সুশাসনেই মানুষ হবে আবার!