গত সাত তারিখে গন-বিয়ে টা হয়ে গেল,
এ বিয়ে তে আটাশ টা পরিবার এসেছিল...
কিন্তু একচল্লিশ টা পরিবার আসার কথা!
অনুষ্ঠান টা তেমন জমেনি...
কারণ অনেক!
ঠিক মত দাওয়াত দেয়া হয়নি...
কিছু আবদার-শর্ত মানেনি!
ওরা বলে, এদের বিয়ে নাকি বৈধ হয়নি...
এলাকার মান সততা আর ধর্মীয়-বিধি রক্ষার্থে
আরো সফল বিয়ে হতে পারতো!
দু'শো আটানব্বই জন বর-কনের বিয়ে বলে কথা!
তেরটি পরিবার এ অনুষ্ঠানে এলে
অনেক সুন্দর হতো!
একটা বড় পরিবারের কারণে বার টি
পরিবার এ গণ-বিবাহে আসেনি ...
কারণ এ বিয়ের আয়োজক _
বড় পরিবারটিও এ অনুষ্ঠানকে আরো
সুন্দর করতে পারতো!
এত তাড়াহুড়ো করার কী দরকার ছিল?
শর্ত না দিয়ে বিয়ে-সেবা...
***
রোববার, ১৪ জানুয়ারি ২০২৪, ২৯ পৌষ ১৪৩০