ঢাকা শহরের বেইলি রোডে আগুন! বহুতল ভবন,
'গ্রিন কোজি কটেজে'র কালো ধোয়ায় ভারী গগন!
ভয়াবহ লেলিহান শিখা তে ছেচল্লিশ জনের মরণ,
মরণ ফাঁদে সবাই? আগুনের লাগাটা একই ধরন!
কাদের অবহেলায় অর্ধশত পরিবারের এত ক্ষতি!
কারো টনক নড়ে না!ওদের নেই কি কোন ভীতি?
অস্বাভাবিক মৃত্যু কোনো ভাবে যায়না মেনে নেয়া...
বিভীষিকার রেশ যাবে না, যতই হোক কিছু দেয়া!
বঙ্গ বাজার চুড়িহাট্টা বনানীর নিষ্ঠুর খেসারতে মরে,
হই-চই, প্রথম প্রথম অনেক কথা! কিছু লোক ধরে...
নিয়ম-অনিয়মের বেড়াজালে ভুলে ই যায় সব কিছু।
আতঙ্ক কেটে গেলে আর কেউ থাকেনা তাদের পিছু!