দেশের গণ-মাধ্যমে আলোচনা র মাধ্যম বাংলা-ভাষা _
বিশিষ্ট বক্তা রা ইংরেজী বাক্য উচ্চারণে অনেক খাসা!
বিশ্ববিদ্যালয় গুলোর হত্যা কে মব জাস্টিস বলে তারা,
আন্দোলন-সমন্বয়ক, 'জেলা-প্রশাসক' বদলীতে যারা...

'মব কিলিং' কে মব জাস্টিস বলে ভীষণ পণ্ডিত লোক!
ছাত্রদের ভুয়া আন্দোলন? তাদের জন্য চলছে শোক...
দেশ শুধু তাদের নয়' আন্দোলন-ফসল তাদের ঘরে!
আওয়ামী সরকারের পতনে কারা ছিল তা মনে পড়ে?

দেশের পতাকার সাথে শত্রু দেশের নিশান কেন উড়ে ...
স্বাধীনতার-মহা নেতার সম্পর্কে কটাক্ষ! গলায় ধরে?
কী সাহস! মোদের রেডিওতে উর্দু সার্ভিস দিতে চায়...
দেশ-বিরোধী কিছু দল ও সমর্থকের আশকারা পায়?

                       -    -    -

*  Mob  > মব  : উচ্ছৃঙ্খল জনতা
**Mogh > মগ : মিয়ানমারের রাখাইন রাজ্যে দুটি সম্প্রদায়ের বসবাস করে, দক্ষিণে ‘মগ’ ও উত্তরে ‘রোহিঙ্গা’। আমাদের দেশে মগ রা অনেক দস্যুবৃত্তি করেছে। এ কারণেই 'মগের মুল্লুক' কথাটি বাংলাদেশে প্রচলিত হয়েছে।