আমাদের দেশে তথাকথিত বুদ্ধিজীবীর নেই প্রয়োজন!
সবার জন্যই কল্যাণ মানে দেশপ্রেম,আছে আয়োজন?
গণমাধ্যমে বাংলা আলোচনাতে তাদের ইংরেজী বুলি...
তাদের সন্তানদের মুখ দিয়ে বের হয় সে ভাষার গুলি!

শ্রমিকের ছেলেমেয়েরা কখনো ইংরেজী মাধ্যমে পড়ে?
বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার অবজ্ঞা!কারো টনক নড়ে...
ইংরেজীতে গবেষণা করে শিক্ষকরা পূর্ণ অধ্যাপক হয়,
বাংলাতে একটি বই লিখতে গেলেই কেন তাদের ভয়?

সামরিক -বেসামরিক সরকারী চাকুরী করে বুদ্ধিজীবী,
এক সময় মধ্যবর্তী সরকারের উপদেষ্টা, তাদের বিবি...
সাদা কলারের চাকুরী-জীবী হলে তারাই শুধু বুদ্ধিমান,
শ্রমজীবীরাও বুধিজীবী! তাদের মেধার কেন অপমান?

বুদ্ধিজীবীরা সুবিধাবাদী! যোগ দেয় যখন যে সরকার!
সুযোগ বু্ঝে আদায় করে ফেলে, তখন যেটা দরকার ...
অনেক দেখা হয়েছে! বুদ্ধিজীবীর দরকার নেই দেশে,
পোল্যান্ড আর লেস ওয়ালেসের মত লোক কি শেষে?