নদীর এপার আর ওপারের নিশ্বাস-দীর্ঘশ্বাসের আছে কথা ...
পঁয়তাল্লিশ থেকে ষোল কিলোমিটার হারানোর এক ব্যথা!
কত নদ-নদীর গর্ভে জমিজমা ঘর-বাড়ি কত যে চলে যায়,
বুড়িগঙ্গার ক্ষেত্রে উল্টা! মানুষ-জমি-অট্টালিকা তাকে খায়!
ব্রহ্মপুত্র ও শীতলক্ষ্যার স্রোত মিশে এ নদীর হয়েছিল সৃষ্টি!
গড় প্রস্থ চার শ' মিটার! মিশে আছে মোঘল সুবাদারের কৃষ্টি,
কেরানীগঞ্জের হযরত পুর থেকে ওয়াশপুরে প্রবাহ স্বচ্ছ পানি
ইউরোপ বর্ষাতে এ অববাহিকা কে ভেনিস বলতো তা জানি?
পানি উন্নয়ন বোর্ড বিআইডব্লিউটি জাতীয় নদী রক্ষা কমিশন,
নিরুদ্ধ নদী পুনরুদ্ধারে কেউ হাতে নেয় কোন রকমের মিশন?
সরকারি দলিল পত্র হতে কীভাবে ষোল কি.মি. বাদ দেয়া হয়!
নদী ভরাট-দখল, ফসলি জমি ও আবাসন ব্যবসার হচ্ছে জয়...
বুড়িগঙ্গার উৎপত্তি ধলেশ্বরী হলেও বলা হয় তুরাগ নদী এখন,
চার'শ বছর! তার তীরে ই গড়ে উঠে শহর ছিলনা ঢাকা যখন!
বর্ষাতে পানি! কখনো থাকে শুকনা এ সর্পিল তটিনী, খাল নয়...
গড় প্রস্থ এখন মাত্র ত্রিশ মিটার! নদীর নিঃশ্বাস নিতে কত ভয়!
পর্যটন কর্পোরেশন কে দায়িত্ব! হবে না কোন রকম শিল্পায়ন ...
পরিবেশ, বন ও জল বায়ু পরিবর্তন মন্ত্রণালয় করে কি বনায়ন?
গঙ্গার এক ধারা পরিবর্তনে সংযোগ বিচ্ছিন্ন! আজ পানি কালো!
জলাভূমিতে জীব-অণুজীব তাতে দ্রবীভূত অক্সিজেন দেবে আলো।