আমরা এখন ভাসছি উন্নয়নের জোয়ারে ...
ছাগল আর গরুকে রাখা যাচ্ছে খোয়ারে?
শত বিশ্ববিদ্যালয় হচ্ছে! প্রযুক্তির ছোঁয়া,
দেখতে তারা ধার্মিক যেন তুলসি ধোয়া!
পাবলিক পরীক্ষার এখন প্রশ্ন বেশী ফাঁস,
নিয়োগ পরীক্ষায় দুর্নীতি হয় বারো মাস!
শত বিশ্ববিদ্যালয় হচ্ছে! বাড়ছেনা মেধা,
শিক্ষা বাণিজ্য, বাড়ছে গরু ছাগল গাধা!
উন্নয়নের জোয়ারের হাজার কাঠে পোকা,
জন-প্রতিনিধিরা জনতা কে দিচ্ছে ধোঁকা!
দুর্নীতির জোয়ারে ভাসছে আমাদের দেশ...
অসৎ লোকেরা বরাবরের মত আছে বেশ!
সমাজের প্রতিটি ক্ষেত্রে ধরেছে উই পোকা,
উন্নয়ন মুখে মুখে, সৎ লোকেরা হয় বোকা...
উই পোকার আক্রমনের নেই কি চিকিৎসা?
অন্যায়ের বিচার হবে, আসবে তো বাদশা!