কিছুদিন আগে দেশের খবরে আসে...
ঢাকার অদূরে বিশ্ববিদ্যালয়ের পাশে
দু' জন ছাত্র নামে অগভীর জলাশয়ে,
শিক্ষার্থীর প্রাণ যায় তাতে, নয় ভয়ে!
কারণ ছিল তাদের সাঁতার না জানা!
নদীমাতৃক দেশে জানতে নেই মানা?
অনেক দেশে ই নেই তো কোন নদী,
এত দেশে সবাই সাঁতার কাটে যদি!
প্রাথমিক বিদ্যালয়ের শেষের আগে...
সাঁতার শেখার ইচ্ছেটা তাদের জাগে!
সে ইচ্ছার পেছনে শিক্ষাবিদরা আছে...
আমরা নালিশটা করবো কার কাছে?
সাঁতার শিক্ষা অনেক দেশে,নদী নেই!
শিক্ষক দেশে হারিয়েছে শিক্ষার খেই?
'সাঁতার' পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত দরকার!
ভেবে দেখবেনা কি আমাদের সরকার?