যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলছে কত বিক্ষোভ,
গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিপক্ষে, নেই লোভ!
ফিলিস্তিনে অমানবিক হামলার বিরুদ্ধে বহু ছাত্র-ছাত্রী...
অস্ত্র পাঠায় মার্কিন কোম্পানি!অনুদানে যে পাত্র-পাত্রী!
পঞ্চাশের বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টাঙিয়ে তাঁবু,
বাইডেন প্রশাসন ইসরায়েলের পক্ষে!বিশ্বকে কেন হাবু?
বিক্ষোভে পুলিশ আতশবাজি সলিল কাঁদানে গ্যাস ছুড়ে...
কর্মসূচিতে বাধা!আটক হাজারো শিক্ষার্থী কাম্পাস জুড়ে!
অনুদান নেয়া বন্ধের দাবি!সমাবেশ মিছিল অনশনে তারা...
মানবতার ও গণতন্ত্রের বুলিতে হাজার লোক মারছে যারা!
চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে জ্ঞান-অনুসন্ধানী এসব মানব,
ধ্বংস হোক ধনতন্ত্র! সুন্দর এ ধরণীতে কি থাকবে দানব?