চাকুরীর কোটা সংস্করণে ছাত্ররা শুধুই আন্দোলন করে,
মুক্তিযোদ্ধার সন্তান-নাতিরা চাকুরি পায় কোটায় পড়ে!
ছাত্ররা জানেনা হাজার ভুয়া মুক্তিযোদ্ধা এ দেশে আছে,
মুক্তিযুদ্ধের চেতনা আর লেবাস পরে ওরা ভাতে-মাছে!
দু'টি দল ব্যবসা করেছে, দেশের সমস্যার জন্যই দায়ী,
সঠিক পরীক্ষা নিয়ে প্রার্থী নির্বাচন! ন্যায়নীতি অনুযায়ী।
দেশে বিরোধী দল ও সরকারী দল করছে যত কার্যক্রম,
সাধারণ মানুষের প্রতিদিন আটকে যাচ্ছে যে ওদের দম!
শুধু কর্ম সংস্থান নয়, ছাত্ররা কেন বলছে না আরো কিছু...
অনৈতিক নির্বাচন দুর্নীতি চুরি অন্যায় বেকারত্বের পিছু!
পেনশন সংস্কার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন...
সর্বজনীন পেনশনে ‘প্রত্যয় স্কিমে’ রাজী নয়, আরো ধন!
স্বতন্ত্র বেতন স্কেল! দল আর ছাত্ররা কেউ করে প্রতিবাদ?
আমাদের দেশে জনগণ পাচ্ছে না কখনো গণতন্ত্রের স্বাদ!