তথাকথিত বিপ্লবে ছিল ছাত্র-জনতা, গণ-অভ্যুত্থানে সরকারের পতন!
তারা, সেনা প্রধান নয়া সরকারের প্রধান হিসেবে ড: ইউনূসকে রতন...
ছাত্রদের সাথে আন্দোলনে ছিল জনতা, গুরুত্বটা শুধু শিক্ষার্থীর কেন?
শহীদ হওয়ার পেছনে অবদান আছে,অনেক দলের কর্মী মরেনি যেন!
শুরু থেকেই বহুত রকমের সুবিধা পেয়ে আসছিল কিছু সমন্বয়ক-ছাত্র,
জনতার আশার ভাতে ছাই, উপদেষ্টা নিয়োগে আসেই না র্সঠিক পাত্র?
ছাত্ররা এখন আন্দোলন করে দাবী টা আদায়! যেমন হয়েছে কোটায়...
খাদ্যের দাম বাড়ে! জন-শ্রমের মজুরী বাড়ে না, কষ্টটা চোখ-ফোটায়!
দেশ চালাতে সংসদ জরুরী, মধ্যকালীন সরকার পারে না বেশি কিছু...
আসল কাজে মন না দিয়ে ছুটছে তারা ছাত্রদের কতক খাঁকতির পিছু!
দলের সাংসদরা আইনসভায় গিয়ে নির্বাচন করবে দেশের প্রধান-মন্ত্রী,
অসময়ে দল বানিয়ে ভোট পাবে! তাদের কি ডাকবো আসল গণতন্রী?