আলাবামাতে
তারাগুলো এত নিচে ঝুলে আছে,
সংখ্যায় এত কম, তারা আত্মাকে শুদ্ধ করে
তাদের অসীমতায় নিয়ে যায়।
তাদের নিষ্পাপ দৃষ্টির নিচে
অপরিহার্য শুভ কিছু একটা
তাদের সাথে মিশে উঠে
সেই আকাশ সাগরে।
দুপুরে
বালুকাময় তুলার ক্ষেতে
কাদামাটির ওপারে, লাল রাস্তা
সবুজে ঘেরা,
একটা নিগ্রো ছেলে আর একটা মেয়ে
হাতে হাত ধরা,
এবং তাদের আবেগ, জ্বলজ্বলে চোখ, উষ্ণ ঠোঁট
অদৃশ্যে লুকিয়ে রাখে।
কিন্তু সন্ধ্যায়
যখন আকাশ হেলে পড়ে,
কিন্তু একটা বুদ্ধিমান ছেলে আর
একটি নিষ্কলঙ্ক কন্যা
আলাবামা তারকাদের জন্য
এত নিচে ঝুলে থাকে,
এত অল্প, আত্মাকে শুদ্ধ করে তারা
সেটাকে তাদের অসীমতায় নিয়ে যায়।
মূল: Stars in Alabama
By : Jessie Redmon Fauset
(Poem-a-Day, the Academy of American Poets, U S A)
In Alabama
Stars hang down so low,
So low, they purge the soul
With their infinity.
Beneath their holy glance
Essential good
Rises to mingle with them
In that skiey sea.
At noon
Within the sandy cotton field
Beyond the clay, red road
Bordered with green,
A Negro lad and lass
Cling hand in hand,
And passion, hot-eyed, hot-lipped,
Lurks unseen.
But in the evening
When the skies lean down,
He’s but a wistful boy,
A saintly maiden she,
For Alabama stars
Hang down so low,
So low, they purge the soul
With their infinity.
This poem is in the public domain. Published in Poem-a-Day on February 4, 2024, by the Academy of American Poets.