অর্থনীতির পাপ হলো বেকারত্ব ও মুদ্রাস্ফীতি,
রাজনীতির পাপ হলো অনেক কিছুর ই ভীতি!
অর্থনীতি জীবনের দক্ষতা নিয়ে করে আলােচনা...
রাজনীতির কাজ হলো কর্ম নিয়ে সমালোচনা!
আজ অর্থনীতির পাপে মানুষ মরতে বাধ্য করা,
রাজনীতির পাপ হলো নৈতিক অবনতিতে ধরা!
অর্থনীতির পাপ হলো মানুষ বাদ দিয়ে মেশিন...
রাজনীতির কথায় আমাদের গা করে ঘিন-ঘিন!
অর্থনৈতিক কর্মকাণ্ড হল পণ্য-সম্পদ ব্যবস্থাপনা,
রাজনীতির কাজ দলীয় ও রাষ্ট্রপক্ষ কে উদ্দীপনা!
অর্থনৈতিক কাজ উৎপাদন, পণ্য ও সেবা বিতরণ...
রাজনৈতিক কাজে থাকে ভালোবাসার যত আবরণ?
অর্থনীতির মূল উদ্দেশ্য মানুষের কল্যাণ সাধন...
রাজনীতির কাজ জনগণের সমস্যা খুঁজে বাঁধন!
অর্থনীতির পাপ টা হলো গরীবের চিন্তা না করা...
রাজনীতির পাপ হলো ধোকায় জনগণ কে মারা!