গৃহকর্তার কাছে বন্দুক থাকলে ই নাকি ডাকাত তাড়াতে পারে ...
ডাকুরা সেটা পেলে বাড়ীর কর্তার উপর গুলি মাথায় বা ঘাড়ে!
দেশে গন্ডগোলে বহু অস্ত্র লুট করে তারা,বন্দুকের দোষ নেই!
দেশ বিক্রি হয়ে গেছে তাদের কারণে?শাসন নেই,হারিয়ে খেই...

যায় যায় দিন এর লোকটি  নৈতিকতা ভুলে অর্থের কাছে হেরে _  
ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপে, জামাতের সাদা আমির লেজটা নেড়ে...
দেশত্যাগী সরকার  প্রধানের দল এর সমর্থক, গ্রুপে যোগদান!
কিংস পার্টি,ওদের ক্ষমতার লোভ! সমন্বয়কদের থাকলো মান?

নয়া দলের টাকার দরকার,মধ্যকালীন সরকারের সহায়তা কত...
উদ্দেশ্য ভালো নয়,ধর্মবিরোধী কার্যকলাপে ই তাদের মাথা নত!
সোজা পথে নয়, সৌদি আরব হতে ১৫ শত কোটি টাকা পাওয়া...
বন্দুকের দীর্ঘশাস! বসুন্ধরা গ্রুপের কাছে কেন ছাত্রদের যাওয়া?


***
যায় যায় দিন : একটি ডানপন্থি দৈনিক পত্রিকা

------------------------------------------------------
ছাত্রদের খুব বাড়াবাড়ি! উপরোধ
The students are very extravagant
--------------------------------------
মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের নাকি বিচার করা হবে!
পতিত সরকারের কাছে নতি স্বীকার! উপলব্ধি কবে?
সেনাবাহিনী ঝুঁঁকি না নিলে তাদের আজকে নয়া দল...
দু' দিন পর পরই বাজে মন্তব্য করছে,এ কেমন ছল?

আজ তারা হুমকি দেয় প্রধান উপদেষ্টাকে,কী ধৃষ্টতা!
জুলাই-আগষ্টের অভ্যুত্থানে আহতরা যন্ত্রনায়,শঠতা!
বিদ্রোহ-অংশীরা বিকলাঙ্গ!ওদের সাহায্য কেউ করে?
ইফ্তার পার্টিতে আটচল্লিশ লক্ষ টাকা ব্যয়, কে ধরে...

বিনা পরীক্ষায় পাশের দাবী ছাত্রদের তখন বাড়াবাড়ি!
তদ্বির বাণিজ্য নিয়ে ব্যস্ত, ক্ষমতার নিয়ে কাড়াকাড়ি।
পাঁঁচ ই আগষ্ট সরকার না সরলে অন্য যুদ্ধ দিয়ে অস্র...
তারা কারা? এ দেশের মানুষ জেনে গেছে, দেখে বস্ত্র!