দেশের মানুষ চায় না এখন আয়না...
মুরগীর প্রয়োজন কিন্তু আছে ময়না!
কুকুর দরকার বেশী দেখছি হায়েনা
দিন মজুরের দুর্ভোগ কেন যায় না?
বৈষম্য-বিরোধীদের বৈপরীত্য শুনি...
দিচ্ছে প্রতিদিন কতই রকমের বাণী!
চারদিকে বহুত আয়না! কাচে পানি ...
ফুল নেই কিন্তু আছে শুধু পুষ্প-দানী!
লোচন থাকলেও তিমিরে আছে তারা...
ওদের বিবেক কখনো দেয় না নাড়া!
তমসাচ্ছন্ন এ দেশকে চালাচ্ছে কারা?
আয়না বিক্রি বন্ধ করে পালাবে যারা!