গরীব মন সত্যি বেশ বড়,
ধনবানের তো আত্মা জড়!
দরিদ্রের যে মায়াটা বেশী,
টাকার হিসাবে দিবা নিশি
করে পয়সা ওয়ালা লোক!
দীনহীনের কি ছোট চোখ?
নির্ধনের আছে দিল্ খোলা,
বড় লোকেরা খুঁজে মালা!
গরীব মানুষের মন নরম!
বড় লোকদের নেই শরম...
ধনিকের তবে বেশী স্বার্থ,
খরচে কিন্তু গরীব ই ব্যর্থ!
বড় লোকের হিসাব আছে,
দুঃখ অভাবীর থাকে কাছে!