মিষ্টি কথাতে ভিজে না চিড়ে ...
দেশের গণতন্ত্রে কত কীড়ে!
এক মিলিয়ন টাকাতে ক্রয়_
লাল কার্পেট,অর্থের অপচয়!
অযোগ্য উপদেষ্টা এ দেশে...
রাস্ট্রবিরোধী রা মিলে মিশে!
জনতার মেন্ডেটে আছে ওরা?
আসল চেহারায় পড়ছে ধরা!

করছে ওরা ই খুব তাড়াতাড়ি...
অনেক উপদেষ্টার বাডাবাড়ি!
তাদের মুখে শুনি যে গণতন্ত্র_
পেয়েছে কি তারা স্বৈর-যন্ত্র?
মধ্যবর্তী সরকারে কারা কারা?
দেশটা যে এখন শাসক হারা!



--- ---- ---- ---- ---- ----
*** কীড়ে> কীড়া
       মেন্ডেট : জনতার ভোটে নির্বাচিত হওয়া।

[ কাব্যটিতে ১৪ জন কবি মন্তব্য করেছিলেন, ৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বাংলাদেশ সময় রাত ১ টা ৫৫ মিনিট পর্যন্ত, তারপর 'কবিতা টি ‘অসাবধানতাবশত কাব্যের 'মুছে ফেলুন' বক্সে এ চাপ পড়ে, মূল কবিতাটি এতে মুছে যায় যা আর কোথায় লেখা ছিল না (তাই সন্মানিত কবি রা আবারো মন্তব্য করতে পারেন) ; পরে অন্য ভাবে এ কাব্যটি ... ]