মানুষের জীবন এখন জটিল, নেই যে কোন ছন্দ!
রংধনু নেমে ই দিতে পারে,যাদের কপাল টা মন্দ...
কত রঙ বিলায় সে! পারবে একটু আনন্দের রং?
দুঃখ কে সাদা করে ছড়িয়ে দেবে জান্নাতের গন্ধ!