যারা এ দেশের মানুষকে কষ্ট দেয় ওরা গণ-দুশমন,
ধনী হতে পারে, কোনই কাজে লাগে না তাদের ধন!
আত্ম-স্বার্থ বা দলের স্বার্থে কাজ, দেশ গোল্লায় যাক...
মানুষ মেরে ঝুলায়! সন্ত্রাসী হবে, করেছে তারা পণ?