ধৈর্য্যের চলছে ক্ষয়!
সময় খুব বেশী নয়...
অসত্যের সুবাস বয়!
সাধারণ মানুষ কয়,
তারপর যাচ্ছে ভয়?
চোরদের হচ্ছে জয়!
টকশোতে কথা হয়...
দাবীর অপেক্ষা রয়!
নয়া সরকারের ছয়...
জিঘাংসার হবে লয়?
----------------------------------------
বিচারের নামে এসব কী?
যারা পুলিশ মেরেছে তাদের বিচার হয় না
১৫ বৎসর কেন ? তার আগের ১৭ বৎসরে
যারা কাজ করেছে তাদের বিচার হয় না কেন ?
-----------------------------
গণ্মানুষের জয়