তখন :

রাজনীতি ছিল বহুকল্যাণমুখী কাজের সমাহার
রাজনীতি ছিল জন-কল্যাণে ক্ষমতামুখী বিস্তর কাজ-কর্ম
রাজনীতি ছিল দেশপ্রেম ও দেশ সেবায় নিজেকে উৎসর্গ করার চেষ্টা
রাজনীতি ছিল নিজ দেশের ভাষাকে সম্মান করার আগ্রহ
রাজনীতি ছিল সমাজের জন্য মূল্যবান বিষয়গুলোর কর্তৃত্ব পূর্ণসুষম বণ্টনে ব্যস্ত
রাজনীতি ছিল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কিছু লোকের
সমন্বয়ে গঠিত এক গোষ্ঠী সিদ্ধান্ত গ্রহণ করার মানসিকতা
রাজনীতি ছিল ব্যক্তিস্বার্থ ভুলে বৃহত্তর জনগোষ্ঠীকে দেশ ও বিশ্বের
কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করার প্রচেষ্টা
রাজনীতি ছিল জন্য সুষ্ঠ ভোটের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন
রাজনীতি ছিল সৎ লোকের অংশগ্রহণে আগ্রহ বাড়ানো
রাজনীতি ছিল দেশের সমস্যায় বিদেশকে নাক গলানোর ব্যাপারে বাধা দেয়া
রাজনীতি ছিল বৃহত্তর পরিসরে মহৎ কাজের ছড়াছড়ি বাড়িয়ে দেয়া
রাজনীতি ছিল নেতার নেশা, কখনো ছিলনা তাদের পেশা
রাজনীতি ছিল নেতাদের দেশকে রক্ষা করার অঙ্গীকার

এখন :

রাজনীতি এখন অনেক অনেক ক্ষমতামুখী
রাজনীতি এখন দলে বড় বড় ব্যবসায়ী থাকা
রাজনীতি এখন নেশা নয়, এটা সবচেয়ে মহান পেশা
রাজনীতি এখন জনকল্যাণের পরিবর্তে উল্টো জনগণের
কাছ থেকে চাঁদা নেয়া, হুমকি-ধমকি, ভয়-ভীতি দেখিয়ে অর্থ আদায় করা।
রাজনীতি এখন রাজনৈতিক নেতারা জনগণ কে জিম্মি করে রাখে
রাজনীতি এখন বৈষম্য হীনতা ও স্বাধীনতার প্রসঙ্গে অনেক বুলি ফুটানো
কিন্তু নেতাদের লক্ষ্য অন্য কিছুতে...
রাজনীতি এখন রাজনৈতিক নেতারা যুক্তির পথে না হেঁটে
তার পরিবর্তে ভোটার দের মন যোগাতে অযৌক্তিক কথা বলা
রাজনীতি এখন নেতাদের মনোরঞ্জনকারী প্রতিশ্রুতি দেয়া
রাজনীতি এখন নেতাদের একক ক্ষমতাশালী হওয়ার প্রতি আগ্রহ
রাজনীতি এখন ভোটার কে ভোট-অধিকার থেকে বঞ্চিত করা
রাজনীতি এখন দেশের টাকা বিদেশে পাচার করা
রাজনীতি এখন দলে অসৎ সামরিক ও বে সামরিক কর্মকর্তার ছড়াছড়ি
রাজনীতি এখন দেশে নিজ ভাষা কে অবহেলা আর অসম্মান করে
রাজনীতি এখন দেশের সমস্যায় বিদেশ কে নালিশ করা
রাজনীতি এখন একে অপর কে মেরে কেটে ফেলা বা রাজনীতির
রাজনীতি এখন নানা অপকৌশলের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার মূল লক্ষ্যে থাকা
রাজনীতি এখন ধন-নীতির সবচেয়ে ঘনীভূত বহিঃ প্রকাশ


একজন সত্যিকারের রাজনীতিবিদের কাছে রাজনীতি হতে পারে একটি পেশা,
যে নীতির রাজা ...