কবিতা লেখ? তুমি বললে কবি ...
লিখি, কিন্তু দিতে পারি না ছবি!
যা লিখো সেগুলো হয়তো শখ...
কেন পাতায় কর এত বকবক!
কবিতা লিখে পাও কত মন্তব্য...
নজর নেই যদিও আছে কর্তব্য!
বই বের! বানানে কত যে ভুল...
বাজে কাব্য! নেই মন্তব্য- হূল!
কবি পরিচিতি,বাংলা-ইংরেজি...
বিড়াল মনে করে তবে বেজি!
ছদ্মনামে লেখে! আসল নাম?
আমের রং? যেন কালো জাম!
কাব্য লিখে অন্যটা পড়তে হয়...
ভাষা জানা টা ও শেখার জয়।
অনেক কবি ই কবি নয় তারা!
ওদের কাব্য কী কবিতা? যারা...