এ দু' জনের কলম হয়ে যাক তলোয়ার
কাব্য বা সংবাদে প্রকাশ! মানুষ জানোয়ার...
কবিতা লিখতে তাঁরা যেমন পাবেনা কোন ভয়!
স্তুতির সংবাদ ছাপালে আমাদের হবে কি জয়?
কবিতা একমাত্র পারে সমাজ কে করতে সজাগ!
সত্য সংবাদ রিপোর্টে ই পালাবে তারা মাস-মাঘ...
কবি ও সাংবাদিকের কলম আরো হোক ধার...
তাঁদের সৃষ্টির পথে কাটা পরবে ওদের ঘাড়!
সমাজে জন্ম হোক আরো কবি ও সাংবাদিক...
দূর্বলের পক্ষে তারা, দেশকে রক্ষা চারিদিক!
সম্পাদক দেশের দর্পন গল্প আঁকে কবি,
সত্য কথার সংবাদ!কাব্য-কথা যেন ছবি!