আজ এ দেশে আবার মহান একুশ ...
বাঙালির জীবনে এখনো নেই হুঁশ?
একুশ হচ্ছে আমাদের ই প্রেরণা আর অহংকার,
আর ভুল নয়, করছে বাংলা-ভাষী রা বার বার!
ফিরে ফিরে আসে নব জীবনের ডাক দিয়ে_
মিষ্টি ভাষার চেতনায় গোটা জাতিকে নিয়ে!
এ সমাজকে দিন দিন শানিত করতে...
মাতৃ ভাষার সঠিক মর্যাদা টা ধরতে!
তাতেই ভাষা শহীদ দেবে সর্বোচ্চ মান...
প্রতিষ্ঠিত করতে গেছে কত তাজা প্রাণ!
তাদেরকে সুমহান মর্যাদায় দিতে আসন...
মনে প্রাণেই ভালোবাসা, নয় কিন্তু বসন!
একুশ মানে নয় কিন্তু আমাদের দামী মাথা নত ...
অন্যায় অবিচার অধিকারহীনতার বিরুদ্ধে কত!
বাংলা ভাষার জন্য দিয়েছে বুকের তাজা রক্ত...
নয়া প্রজন্ম! কেন হচ্ছে ইংরেজী ভাষার ভক্ত!
বেতন বাংলা মাসে, বাংলা.সর্বস্তরে চালু হোক ..
বঙ্গানুবাদ অন্য সব ভাষার বই, দূর হবে শোক!
একদিন সব বিশ্ববিদ্যালয়ের নাম বাংলায় হবে,
সবাই বলে আর লিখে!বাস্তবায়ন টা কে, কবে?