শুরু হলো নববর্ষের সূচনা কাল...
যদিও কুমির এনেছি কেটে খাল!
নয়া পথ চলায় করতে স্বপ্ন পূরণ,
জাতির জন্য বছর!সে পবিত্র ধরণ!
শুরু হোক স্বপ্নটা পূরণের প্রত্যাশা,
যা করেছি ও করছি যেন তামাশা...
আনন্দের উচ্ছ্বাস কি জাগিয়ে তুলি?
গত বছরের নৈরাশ্য ও ব্যর্থতা ভুলি!
ক্লেদ-গ্লানি বাদ দিয়ে জাতিকে গড়ি...
বাঙালি বিশেষ জাতি! বিশ্বে কি ধরি?
ভাষার জন্য জীবন দিলো,আছে কেউ?
বাঘের কাছে ওরা যেন কুকুরের ঘেঊ!
সর্বস্তরে বাংলাভাষা চালু হয়না কেন?
বিশ্ববিদ্যালয়ে বাংলা! পড়া হয় যেন!