সবখানেই চলছে এখন চোর পুলিশের খেলা,
দেখতে দেখতে কখন যে ফুরিয়ে গেল বেলা!
চোর চুরি করে পুলিশ দেখেও দেখেনা কেন?
আমজনতা কিছু পারে না! তারা পুতুল যেন!
বন্ধ না হলে চলবে কিভাবে মোদের এ দেশ,
দেশ ও দশের ক্ষতি! তারা কিন্তু আছে বেশ!
সৎ আর দেশপ্রেমিক লোকের অভাব অনেক,
আগে করতো পুকুর চুরি! করছে এখন লেক!
আসল চোর ধরা কিন্তু অনেক বেশী দরকার,
এক রকম খে্লা চলছে কোন দেশে বারবার!
দারুণ খেলা দেখাবে এমন নায়ক কেন নাই?
দেশ গড়ার কাজে তারা!আমাদের বোন-ভাই...