ছাত্রদের আন্দোলনে অনেক হয়েছে অপকর্ম...
মধ্য-কালীন সরকার ভেবেছে ওরা যেন বর্ম!
জনতা-পুলিশ মেরে বিচার থেকে দায়-মুক্তি...
দেশ চালনায় অভিজ্ঞতা নেই!আছে কি যুক্তি?

পতিত সরকারের আমলেই ভয় পেত না এত...
চলন্ত বাসে রাতে তিনঘন্টা ডাকাতি আর কত?
শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা নেই, গুরু অপমান...
সারা দেশে আইন-শৃঙ্খলার অবনতিটা বর্ধমান!

আমেরিকা ও ফ্রান্সে বসে অপপ্রচারে তিন চর,
ইউটিউবে দেশদ্রোহী কার্যকলাপে এই সব নর!
ছাত্র সংঘটন নিষিদ্ধের সাথেই যোগ হচ্ছে দল...
ধর্মের কল বাতাসে নড়ে, মানুষ দেখবে ফল!

সরকারী সাহায্য-সহযোগিতায় বাদশাহী- দল...
তারা পায় সরকারী প্রটোকল, তবে বহুত ছল!
নিজেদের নিরাপত্তার খরচ,তা জনগণের টাকা...
তদ্বির-বাণিজ্যে ব্যস্ত, জননিরাপত্তা,বুলি ফাঁকা!