যার দেশপ্রেম আছে তার কাছে প্রথম দেশ!
নিজের সংস্কৃতি আর ভাষা নিয়ে থাকে বেশ,
টাকা পাচার করে অন্য দেশে কে নিয়ে যায়?
দেশপ্রেমিক না হয়ে তো জীবনটা করে শেষ!