তিন টা দলের রূপরেখা...
জনগণের হয়েছে দেখা!
তাদের কি হয় নি শেখা?
গণতন্ত্রের মাঠ টি ফাঁকা!

দুর্নীতির ওই ছবির চাকা,
সবকিছুই কেন্দ্রতে ঢাকা!
আবোল-তাবোলে কাকা...
চোর ডাকাত মুক্ত রাখা!
ভাগের পিঠাতে ঘি মাখা...
অসৎ লোক,অনেক পাখা!

-------------------------
২)
অসহযোগ আন্দোলন! Non-Cooperation Movement
--------------------------------------------------
একাত্তুরের মার্চে অসহযোগ আন্দোলনের ছিল প্রয়োজন,
মামা-বাড়ির আবদার, এক ধরনের অপচেষ্টা,গণজাগরণ?
কি কারণে এখন চলছে রেলে আগুন ও তার লাইন কাটা...
কারা করবে আমাদের দেশে দেশপ্রেমের এক আয়োজন?