ছাত্র-অভ্যুত্থানে একটি সরকারের পতন!
সরকার কি করছে দেশের যথার্থ যতন?
সরকারের পড়ে যাওয়া কে বিপ্লব বলে ...
কত আবেগে মানুষের বুক গেছে ফুলে!
আপদকালীন সময়ে দেশ সংস্কারে মন ...
ইউনূসের ক্যাবিনেটকে সমর্থন ক'জন?
যুদ্ধ-অপরাধী,কিছু বিরোধী দলের ছাতা...
বিপ্লবের সংজ্ঞা জানে না, ওরা কি নেতা?
দেশের স্বার্থে পররাষ্ট্র নীতি অপরিবর্তন!
বলিষ্ঠ নেতৃত্বে দেশ চালানো প্রয়োজন...
উপদেষ্টা কমিশনের একজন দেখে ভুত,
ওদের ঝেঁঁটিয়ে বিদায়!সমালোচনা-মুত...
বিপ্লবী সরকার!কোথায় কাউন্সিল তার?
ক্ষমতার লোভ, কখনো থাকবে না যার!
সংস্কার করা মানে সংবিধান বাতিল নয়...
অতি উৎসাহী দলীয় নেতাদের কেন ভয়?
কাজ পেয়েছে তা করবে,নয় নেতার বুলি...
দেশ ত্যাগে নিবার্য! কেন তাঁর কথা তুলি?
মধ্য-সরকার' বলতে অভিধানে অর্থ পায়...
তবে কী তাকে বিপ্লবী সরকার বলা যায়?