অন্য দেশের দিকে তাকিয়ে লাভ নেই! আমরা কেমন মানব...
ছোট ছোট পিঁপড়েদের কত শৃঙ্খলা, মোরা কাজ কর্মে দানব!
এক কাক মারা গেলে অন্য কাকেরা শোকে করে শুধু কা কা...
মানুষ নামে এদেশে আমরা যোগ্য লোকদের কে বলি যা যা!
আশে পাশে কত পায়রা উড়া উড়ি করে কত তাদের স্বচ্ছতা...
এক দল অন্য দলকে মারে! একটুও আছে আমাদের মমতা?
মৌমাছিরা মধু আহরণে কত ব্যস্ত, নিঃস্বার্থ ভাবে করে কাজ,
দেশ কত সংকটে!প্রতিহিংসা চরিতার্থ করতে কর্ম,নেই লাজ?
গরু মহিষ ঘোড়া অনেকেই পালে, তারা করছে পরিশ্রম কত ...
ইনসান আমরা!আমাদের মধ্যে নিষ্ঠুরতা কপটতা ক্রোধ যত!
কীট-পতঙ্গ পশু পাখীর লোভ অহম লালসার কিছু নেই ওদের ...
সৃষ্টির সেরা ? ধর্ম একতা বিশ্বস্ততা সাম্যতা আছে কি ওদের?