বৈষম্য- বিরোধী ছাত্র আন্দোলনের তারা_
'জাতীয় নাগরিক কমিটি' বানিয়েছে কারা?
‘কমিটি' নাম শুনলে ভয় লাগে আমাদের!
একাত্তরে 'শান্তি কমিটি,সেটা যেন কাদের?

বাংলা ভাষা আর দেশের স্বাধীনতা চায়নি_
উর্দু পছন্দ,যায় শহীদমিনারে!শান্তি পায়নি...
চব্বিশ লক্ষ বাঙালী রা চরম দুর্দশার জলে_
তাদের কথা,অবৈধ সরকারের কেউ বলে?

কমিটি কে রাজার দল বানাতে কোন লাজ?
জনতা-পুলিশ মেরে দায়মুক্তি,জঘন্য কাজ!
গরীবের পেটে ভাত পড়ে না,ভাঙ্গে ইমারত...
সময় দূরে নয়, চলে যাবে দিয়ে নাকে খত!