সকল দেশের সেরা এ দেশ, কখনো কেউ অসহায় নয়...
ইস্টবেঙ্গলের সাহসী সেনার দেশ! করে না কাউকে ভয়!
সারা দুনিয়াতে একমাত্র বাঘ,যার আছে সুনামের আসন,
তিপ্পান্ন বসন্ত সহ্য, দু'টি দেশের হাজার রকমের শোষণ...
বিশ্বের পাতি মাতবর সেজে প্রতিবেশী দেশে করতো চুরি,
বাংলার মানুষ জেগে উঠলে ছিঁড়েই ফেলবে তাদের ভুঁড়ি!
আমার দেশের রাজনীতিতে কেন ঐ ভীনদেশের হস্তক্ষেপ?
নিজের চরকায় তেল দেয় না, নইলে জনগণের পদক্ষেপ!