রুবাই (২৬৭) পাহাড়সম সমস্যা (৩)

মানুষ বলে দেশে নাকি বিপ্লব হয়েছে, আর স্বাধীন!
দুর্নীতির ঘুনেধরা দেশ! কর্মকান্ড জিঘাংসার অধীন,
দেশ প্রেম নেই, ধর্ম মানে কিন্তু চলছে সীমালংঘন...
চিন্তার বিকাশ নেই,আবেগে অনেকে নাচে তা ধীন!

১৭/০৮/২০২৪



রাজনীতিই তারা জানে না, আবেগে চলছে দেশ!
ওদের কর্মকান্ড দেখে ছিড়তে ইচ্ছে নিজের কেশ...
দেশপ্রেমে ই আইন-শাসন-বিচার বিভাগ আলাদা,
বৈষম্য চারদিকে, চারটি বেতন বৃদ্ধিতে ওরা বেশ.,..

১৮/০৮/২০২৪