আজ মোদের মহান স্বাধীনতা ও জাতীয় দিন...
কিভাবে শোধ করবো ত্রিশ লক্ষ শহীদের ঋণ?
আজ থেকে চুয়ান্ন বছর আগে মার্চের পঁচিশ,
ঘুমন্ত নিরস্ত্র বাঙ্গালীর ওপরে ঢালে মরণ-বিষ!
হানাদার বাহিনীর ট্যাংক কামান-মেশিনগান,
এ দেশকে রক্তে রঞ্জিত করে সেই পাকিস্তান!
সশস্ত্র সংগ্রামে জনগণ ঝাঁপ দেয়,শেষ-মেশ...
ছাব্বিশ মার্চ বঙ্গবন্ধুর ঘোষণা'স্বাধীন এ দেশ'!
একটি ফুল কে বাঁচানোর জন্য ওরা করে যুদ্ধ,
পাক-সেনাদের গণহত্যা কিভাবে এতটা ক্রুদ্ধ?
সাম্রাজ্যবাদী রা আমদের কে করেনি সাহায্য...
অস্ত্র ধরেছে স্বাধীনতার জন্য, মরণকে গ্রাহ্য!
স্বাধীনতা চায়নি তারা ই এখন এই দেশ চালায়,
স্বার্থ বর্গা দিয়ে এ পর্যন্ত, দেশের মানুষের হায়!
রাজনীতি টা হচ্ছে অর্থনীতির ঘনীভূত প্রকাশ!
কালো মেঘে ছেয়ে গেছে দেশের নীল আকাশ...
অর্থনীতি না বুঝলে রাজনীতি করা কি উচিত?
জনগণ কে ক্ষমতায়ন করা সেটা দেশের ভীত!
মহান এ দিন টি ইতিহাসে একটি স্মরণীয় দিন...
বৈষম্য দূরীভূত? চোর-বাটপার নাচে ধিন্ ধিন্!
সাতচল্লিশ একাত্তর চব্বিশকে যায়না করা এক,
ভাত-কাপড়ের জন্যই মুক্তিযুদ্ধ,মুজিবুর-শেখ!
মুক্তিযুদ্ধে র স্ব্পক্ষের দলের ভূমিকা নড়বড়ে!
পূর্ব দিগন্তের সূর্য টা রক্ত লাল নয়, কার ডরে?
----------------------
২৬/০৩/২০২৫